বাঘাইছড়ি প্রতিনিধি ।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বালুখালী গ্রামের দুই ব্যক্তির দোকান ভেঙে দিয়েছে সেনাবাহিনী।
যাদের দোকান ভেঙে দেয়া হয়েছে তারা হলেন- পূর্ণদর্শি চাকমা ও অরুণ বিকাশ চাকমা।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৪টার সময় একদল সেনা সদস্য গিয়ে কোন কারণ ছাড়াই তাদের দোকান ভেঙে দেয় বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ ১১ কিলো এলাকায় উপজেলা নির্বাচন পরিচালনাকারী টিমের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সাঁড়াশি অভিযানের নামে সেনাবাহিনী সাধারণ জনগণকে হয়রানি, ধরপাকড় ও নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। ফলে এলাকায় জনসাধারণ সর্বদা আতঙ্কের মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন।
————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।