খাগড়াছড়ি ।। ”ভ্রাতৃঘাতি সংঘাত=জুম্ম জাতির ক্ষতি” এটি প্ল্যাকার্ডের একটি শ্লোগান।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ির ভাইবোন ছড়া এলাকাবাসীর আয়োজিত এক সমাবেশে উক্ত শ্লোগান লেখা প্ল্যাকার্ডটি প্রদর্শন করতে দেখা যায়।
এছাড়াও ‘সংঘাত নয়, ঐক্য চাই’; ‘বাস্তুভিটা দখলের ষড়যন্ত্র ভেস্তে দাও এক হও লড়াই কর’; ‘শাসকগোষ্ঠীর পাতানো ফাঁদে পা দেবেন না’; ‘সংঘাত নয়, জনগণের পক্ষে সংগ্রাম করুন’; ‘যারা চায় আত্মঘাতি হানাহানি, তারা জাতীয় অস্তিত্ব ধ্বংসের গুটি’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।
ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের কিছু ছবি দেওয়া হলো:



