
মাটিরাঙ্গা প্রতিনিধি ।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১নং রাবান বাগানের ওয়াছু এলাকায় রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসীরা আনন্দ ত্রিপুরা নামে এক ব্যক্তির দোকান লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২০) সন্ধ্যা ৬:২০টার সময় বিপ্লব ও মংহ্লা মারমাসহ ৬ জনের একটি সন্ত্রাসী দল এসে অতর্কিতে আনন্দ ত্রিপুরার দোকান লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায়। এ সময় দোকানে থাকা লোকজন যে যেদিকে পারে দৌঁড়ে পালিয়ে গিয়ে নিজেদের রক্ষা করেন।
এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফাতারের দাবি জানিয়েছেন।