বান্দরবান প্রতিনিধি ।। বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইনখালি বাজার পাড়ায় গতকাল সোমবার দুপুরে জনৈক সেনা সদস্য দ্বারা ধর্ষণ চেষ্টার শিকার হওয়া পাহাড়ি নারীর স্বামী ও ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তিকে ধরে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি ২০২১) সন্ধ্যা ৭টার সময় একদল সেনা সদস্য তাইনখালি পাড়ায় গিয়ে ভিকটিম ওই নারীর স্বামী ও ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তিকে ধরে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তাদেরকে নিয়ে যেতে পারেনি বলে জানা গেছে। এ সময় সেনারা নারীসহ যাকে পেয়েছে তাকে মারধর করেছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।
বর্তমানে ব্যাপক সংখ্যক সেনাবাহিনী গ্রামটি ঘিরে রেখেছে এবং গ্রামবাসীদের নানা হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত স্থানীয়দের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে রাজবিলা ইউনিয়নের তাইনখালি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প বানিয়ে ৩০ জনের একটি সেনাদল অবস্থান করে আসছে। সেখান থেকে গতকাল (সোমবার) দুপুরে জনৈক এক সেনা সদস্য সাদা পোশাকে তাইনখালি পাড়ার একটি বাড়িতে গিয়ে এক সন্তানের জননী ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনা প্রতিবাদে স্থানীয় নারীরা আজ সকালে সেনাদলটির অবস্থানস্থল তাইনখালি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। নারীদের প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।