রামগড় প্রতিনিধি ।। খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকা ফেনী নদীর পার্শ্ববর্তী কাশীবাড়ি নামক গ্রামে বিজিবি’র দুই সদস্য কর্তৃক নিজ বাড়িতে এক পাহাড়ি গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি ২০২১) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে গ্রামের পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পের দুই বিজিবি সদস্য নিজ বাড়িতে একা পেয়ে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধু চিৎকার করলে পাড়ার প্রতিবেশীরা তার চিৎকার শুনে এগিয়ে আসলে বিজিবি’র দুই সদস্য পালিয়ে ক্যাম্পে চলে যায়।
ধর্ষণ চেষ্টাকারী দুই বিজিবি সদস্যের মধ্যে একজনের নাম ল্যান্স নায়েক আক্তারুল ইসলাম বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে গ্রামের মুরুব্বী ও এলাকার জনগণ বিজিবি ক্যাম্পে গিয়ে কমাণ্ডারের নিকট বিচারের দাবি জানালে তিনি ঘটনায় জড়িত দুই বিজিবি সদস্যকে শাস্তিস্বরূপ অন্যত্র বদলি করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।