সিএইচটি নিউজ বাংলা, ২৩ এপ্রিল ২০১৩, মঙ্গলবার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জীবতলীতে আজ ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল সোয়া ৬টায় সন্তু গ্রুপের সন্ত্রাসীরা সম্ভু লাল চাকমা(৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। তিনি জীবতলী গ্রামের লক্ষীকুমার চাকমার ছেলে।
জানা যায়, সম্ভু লাল চাকমা সকাল ৬টার দিকে জীবতলী গ্রামের নীহারু চাকমার দোকানে বের হন। এর কিছুক্ষণ পরই তালুকাদার পাড়ার দিক থেকে বিপ্লব চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের কয়েকজন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা আবারো তালুকদার পাড়ার দিকে পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ১২ মার্চ সন্তু গ্রুপের ব্রাশ ফায়ারে লংগদুতে সুদীর্ঘ চাকমাসহ জেএসএস(এমএন লারমা)-এর ৪ নেতা-কর্মী নিহত হন। এরপর গত ১৭ এপ্রিল দিঘীনালায় নিহত হন জেএসএস এম এন লারমা সমর্থিত যুব সমিতির সদস্য শান্তিমুনি চাকমা। এ নিয়ে গত এক মাস ১১ দিনের মধ্যে সন্তু গ্রুপের হাতে ৬ জন নিহত হলেন।