মাটিরাঙ্গা প্রতিনিধি ।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের লাইফু পাড়া ও পঙ্ পাড়া এলাকায় সেটলার কর্তৃক পাহাড়িদের ভূমি বেদখলে বাধাদানের ঘটনাকে কেন্দ্র করে সেটলার বাঙালিরা সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে বলে খবর পাওয়া গেছে। ফলে আজ রবিবার (৪ এপ্রিল ২০২১) দুপুর থেকে উক্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সেটলাররা পঙ্ পাড়া নামক স্থানে সংঘদ্ধভাবে অবস্থান করায় আশে-পাশে গ্রামের পাহাড়িদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় সাম্প্রদায়িক হামলার আশঙ্কা করছেন পাহাড়িরা। ফলে অনেকে ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
বর্তমানে ঘটনাস্থলে বিজিবিসহ প্রশাসনের লোকজন অবস্থান করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় পাহাড়িরা জানান, সেটলার বাঙালিরা লাইফু পাড়ার আশে-পাশে পাহাড়িদের জুমচাষের ভূমি বেদখল করে প্রতি বছর কচু চাষ করে আসছে। ভয়ে পাহাড়িরা বাধা দিতে সাহস পায় না। কারণ বাধা দিতে গেলেই সাম্প্রদায়িক হামলার হুমিক দেয় সেটলাররা। এভাবে তারা পাহাড়িদের জায়গাগুলো একের পর এক দখলে নিচ্ছে।
এ বছরও তারা কচু চাষের জন্য গত কয়েকদিন আগে থেকে পাহাড়িদের জুমচাষের জায়গায় জঙ্গল পরিষ্কার ও মাটি প্রস্তুত করার কাজ শুরু করেছে। আজ দুপুরের দিকে সেটলারদের বাধা দিতে গেলে তারা সংঘবদ্ধভাবে পাহাড়িদের উপর হামলা চালাানোর চেষ্টা করে। ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ভয়ে পাহাড়িরা অনেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেটলাররা পঙ্ পাড়া এলাকায় সংঘবদ্ধভাবে অবস্থান করছে। অপরদিকে বিজিবিসহ প্রশাসনের লোকজনও ঘটনাস্থলে অবস্থান করছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।