
গুইমারা প্রতিনিধি ।। খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় গুইমারা থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত জাহেদুল ইসলামকে (১৩) আটক করেছে।
আটক জাহেদুল ইসলাম হাফছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়পিলাক গ্রামের মনির হোসেনের ছেলে।
গত সোমবার (১০ মে ২০২১) গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এদিন সকাল সাড়ে ৮টার দিকে প্রতিদিনের ন্যায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে হেঁটে যাচ্ছিল। সে বড় পিলাক নামক এলাকার পৌঁছলে জাহেদুল ইসলাম তার পথ রোধ করে কু-প্রস্তাব দেয়। এতে রাজী না হলে জাাহেদুল ওই ছাত্রীকে ধরে জোরপূর্বক পাশের ঝোঁপঝাড়ে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকার শুনে পথচারীরা এগিয়ে গেলে ধর্ষণ চেষ্টাকারী জাহেদুল ইসলাম পালিয়ে যায়।
পরে গতকাল বুধবার বিকালে বড়পিলাক থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ জাহেদুল ইসলামকে আটক করে। এরপর ভিকটিম অপরাধীকে চিহ্নিত করেন।
উক্ত ঘটনায় গতকাল ভিকটিমের পরিবার গুইমারা থানায় মামলা করতে গেলে ওসি প্রথমে মামলা গ্রহণে অস্বীকৃতি জানান এবং সামাজিক বিচারের মাধ্যমে মীমাংসা করার পরামর্শ দেন।
পরে স্থানীয় ছাত্র-যুবক, জনপ্রতিনিধি ও ভিক্টিম পরিবারের চাপে ওসি মামলা নিতে বাধ্য হন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়েরকৃত গুইমারা থানার মামলা নং -৪/১৬।
পুলিশ অভিযুক্ত জাহেদুল ইসলামকে আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।