
সাজেক প্রতিনিধি ।। খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ির পক্ষীমুড়োতে ভূমি বেদখলের ষড়যন্ত্র ও এক জুম্ম গ্রামবাসীর বাড়ি ভেঙে দেয়ার প্রতিবাদ জানিয়েছে সাজেকের সচেতন এলাকাবাসী।
আজ সোমবার (১৪ জুন ২০২১) সকাল ১১টায় সাজেকের গঙ্গারাম এলাকায় এক সমাবেশে তারা এই প্রতিবাদ জানান।
জীবন চাকমার সঞ্চালনায় ও রতন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন তপন জ্যোতি চাকমা, ধারস কার্বারী, মহলাল চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, সরকার কথিত উন্নয়ন, পর্যটন স্থাপনসহ নানাভাবে পাহাড়িদের নিজ জায়গা-জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। সাজেকে যেমন পর্যটন স্থাপনের মাধ্যমে স্থানীয় পাহাড়িদের উচ্ছেদ করা হচ্ছে, সিন্দুকছড়ির পক্ষীমুড়োতেও একই কায়দায় পাহাড়িদের উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে। রাষ্ট্রীয় বাহিনী দ্বারা সনে রঞ্জন ত্রিপুরার বাড়ি ভেঙে দেয়ার মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে।
বক্তারা অবিলম্বে পক্ষীমুড়োতে ভূমি বেদখল ষড়যন্ত্র বন্ধ করা, ক্ষতিগ্রস্ত সনে রঞ্জন ত্রিপুরাকে ক্ষতিপূরণসহ বাড়ি পুনঃনির্মাণ করে দেয়াসহ পার্বত্য চট্টগ্রামে ভূমি জবরদখল বন্ধ করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।