
মাটিরাঙ্গা প্রতিনিধি ।। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর ১ দশক উপলক্ষে তিন সংগঠনে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ জুন ২০২১, বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ধারাজ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র মাটিরাঙ্গা উপজেলা সংগঠক তৈফাং ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের কুম্ভ ত্রিপুরা, রবিন ত্রিপুরা। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি নন্দলাল ত্রিপুরা।
সভায় বক্তারা সংবিধানে দেশের সকল সংখ্যালঘু জাতিসত্তাগুলোকে স্ব স্ব জাতীয় পরিচয়ে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। এ জন্য সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলপূর্বক চাপিয়ে দেয়া বাঙালি জাতীয়তা প্রত্যাহারের জোর দাবি জানান তারা।
এছাড়া সভা থেকে পর্যটন-উন্নয়নের নামে ৫ তারা হোটেল-সড়ক নির্মাণ ও বাস্তুভিটা থেকে উচ্ছেদ, ভূমি বেদখল ও দমন-পীড়ন বন্ধের জোর দাবি জানানো হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।