
পানছড়ি প্রতিনিধি ।। গুইমারার সিন্দুকছড়িতে সেনাবাহিনী কর্তৃক ননজয় ত্রিপুরার জুম ঘর পুড়িয়ে দেয়ার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম।
আজ ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার বিকেল ৩ টায় লোগাং ইউনিয়নে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সভাপতি কৃপায়ন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরমঙ্গল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক সুনিল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক রিপন ত্রিপুরা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগনের অস্তিত্বকে ধ্বংস করার জন্য শাসকগোষ্ঠী নানান ষড়যন্ত্র চালাচ্ছে। তথাকথিত পর্যটনের নামে পাহাড়িদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করছে। সিন্দুকছড়িতে ননজয় ত্রিপুরার জুম ঘর পুড়িয়ে দেয়ার ঘটনাসহ সেখানে পাহাড়িদের ঘরবাড়ি ভেঙে দেয়ার ঘটনা তারই অংশ।
তারা সেনাবাহিনী কর্তৃক ননজয় ত্রিপুরার জুম ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।