
রাঙামাটি।। রাঙামাটির রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক দুই গ্রামবাসীকে গ্রেফতারের পর মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণের অভিযোগ পাওয়া গেছে।
গত ২৯ জুন ২০২১, মঙ্গলবার সকালে রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের আমতলী এলাকার রাস্তামাথা নামক স্থান থেকে তাদের গ্রেফতার করার থানায় হস্তান্তরের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) রাঙামাটি জেলে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা দুই গ্রামবাসী হলেন- (১) শিতায়ন তঞ্চঙ্গ্যা (৩২), পীং-মৃত চিত্রসেন তঞ্চঙ্গ্যা, গ্রাম-ঘিলামুখ আমতলী পাড়া এবং (২) আমমনি তঞ্চঙ্গ্যা সত্যবান (২৫), পীং-চিকনধন তঞ্চঙ্গ্যা, গ্রাম-মাগাইন পাড়া। পেশায় তারা উভয়েই মুদির দোকানদার এবং মোটর সাইকেলেও মাঝেমধ্যে যাত্রী আনা-নেওয়া করেন। গ্রেপ্তারের সময় তারা দুজনেই রাস্তামাথায় নিজেদের দোকানে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টা থেকে ১১ টার মধ্যে রাজস্থলী সেনা ক্যাম্প থেকে তিনটি গাড়িতে করে জনৈক কমাণ্ডারের নেতৃত্বে প্রায় ৩০ জনের একদল সেনা সদস্য গাইন্দ্যা ইউনিয়নের ঘিলামুখ আমতলী পাড়া এলাকায় যায়। এসময় সেনা সদস্যরা ঘিলামুখ আমতলী পাড়ার নিকটবর্তী রাস্তামাথা নামক স্থান থেকে উক্ত দুই নিরীহ গ্রামবাসীকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় শিশু সন্তানদের সামনেই সেনারা তাদেরকে মারধর করে বলে স্থানীয়রা জানান।
গ্রেফতারের পর উক্ত দুইজনকে রাজস্থলী সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে সেখানে সারাদিন ও সারারাত আটক করে রাখে এবং জিজ্ঞাসাবাদসহ ব্যাপক মারধর করে। এ সময় সেনা সদস্যরা বছর খানেক আগে রাজস্থলীতে অজ্ঞাতনামা ব্যক্তি কর্তৃক রিপন নামে জনৈক এক বাঙালি মাছ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় তারা জড়িত রয়েছে এমন মিথ্যা অভিযোগ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।
পরদিন বুধবার (৩০ জুন) সকালের দিকে রাজস্থলী সেনা ক্যাম্পের সেনা সদস্যরা তাদেরকে কাপ্তাই সেনা ব্রিগেডে নিয়ে যায় এবং সেখান থেকে বিকেলে রাজস্থলী থানায় হস্তান্তর করা হয়।
এরপর গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকালের দিকে গ্রেফতারকৃত দুই গ্রামবাসীকে রাঙামাটি জেলে প্রেরণ করা হয় বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে কি মামলা দেওয়া হয়েছে তা জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।