
লংগদু প্রতিনিধি।। আটরকছড়া ইউনিয়নের ডানে আটরকছড়া আর্যগিরি বনবিহারের জমি বেদখল, বিহার অধ্যক্ষকে হয়রানি ও বিহার উচ্ছেদের প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ জুলাই ২০২১) বিকাল সাড়ে ৪টায় ৭নং লংগদু ইউনিয়নের বৌদ্ধ সম্প্রদায়ের দায়ক-দায়কাবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরুব্বী লক্ষ্মীজয় চাকমা, তরুণ জ্যোতি চাকমা ও নীলিমা চাকমা প্রমুখ।
বক্তারা আর্যগিরি বনবিহারের জায়গা বেদখল ও বিহার অধ্যক্ষকে হয়রানি ও উচ্ছেদের হুমকি প্রদানের ঘটনায় নিন্দা জানান। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সেটলার বাঙালিরা আর্যগিরি বনবিহারের জায়গা বেদখল করার অপচেষ্টা চালাচ্ছে। আর সেটলারদের সহযোগিতা দিচ্ছে সেনাবাহিনী ও তাদের লালিত সশস্ত্র সন্ত্রাসীরা। গতকাল রাতে সেনাবাহিনী ও তাদের লালিত সন্ত্রাসীরা আর্যগিরি বনবিহারে গিয়ে বিহারাধ্যক্ষকে বিহার ছেড়ে অন্যত্র চলে যেতে নির্দেশ দেয়। আজ দুপুরে আবারও সন্ত্রাসীদের একটি দল বিহারে গিয়ে বিহার অধ্যক্ষকে অতি দ্রুত বিহার ছেড়ে চলে যেতে হুমকি প্রদান করেছে। অন্যথায় পরিণাম শুভ হবে না বলে জানিয়ে দিয়েছে। আর এ বিষয়ে যারা প্রতিবাদ করবে তাদেরকেও মেরে ফেলার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। ফলে বিহার অধ্যক্ষ ও বিহার অধ্যক্ষ এখন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
বক্তারা অবিলম্বে আর্যগিরি বনবিহারের জমি বেদখল ও বিহার উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করা এবং বিহারের জায়গাটি বেদখলমুক্ত করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আর্যগিরি বনবিহার পরিচালনা কমিটি গত ১১ জুলাই সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে সেটলার কর্তৃক বিহারের বেদখলকৃত জায়গা ফেরত ও পুনঃবেদখল বন্ধের দাবি জানায়। এর আগে মে মাসে তারা প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপিও প্রদান করেন। এরপরও সরকার ও প্রশাসন বিহারটি রক্ষায় কোন উদ্যোগ গ্রহণ করেনি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।