
দীঘিনালা প্রতিনিধি ।। রাঙামাটির লংগদু উপজেলার ডানে আটারকছড়া আর্যগিরি বনবিহারের জমি বেদখল, বিহার অধ্যক্ষকে হয়রানি-উচ্ছেদের প্রতিবাদে দীঘিনালায় দুটি জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দীঘিনালা বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায় দায়ক-দায়িকাবৃন্দ।
আজ শুক্রবার (১৬ জুলাই ২০২১) বিকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দীঘিনালা বৌদ্ধ যুব শক্তি পরিষদের সুকুমার চাকমা, উদয় শংকর চাকমা, সুজয় চাকমা, ইয়ান চাকমা ও তরুণ কুমার চাকমা প্রমুখ।
বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষিত ভূমি দস্যুরা প্রতিনিয়ত পাহাড়িদের ভূমি বেদখলের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ যাবত সাজেক, চিম্বুক, সিন্দুকছড়িসহ বিভিন্ন স্থানে ভূমি বেদখল করা হয়েছে। এখন তারা ধর্মীয় প্রতিষ্ঠানের উপর নজর দিয়েছে। লংগদুতে আর্যগিরি বনবিহারের জায়গা বেদখল ও বিহারটি উচ্ছেদের পাঁয়তারাসহ বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানে সেনাবাহিনীর সাইনবোর্ড সাঁটানোর মধ্য দিয়ে এই অপচেষ্টা জোরদার করা হচ্ছে।

বক্তারা অভিযোগ করে বলেন, আর্যগিরি বনবিহারের জায়গা বেদখল ও বিহারটি উচ্ছেদের সেটলারদের সাথে এখন যোগ দিয়েছে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা। আর সেনাবাহিনী তাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। গতকাল রাতে ও আজ দুপুরে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে সাথে নিয়ে বিহার অধ্যক্ষকে নানা হুমকি-ধমকি ও বিহার ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ প্রদান করেছে। না হলে অসুবিধা হবে বলেও হুমকি দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। একজন ধর্মীয় গুরুর সাথে এমন আচরণ মোটেই কাম্য নয়। কাজেই, এ অবস্থায় বৌদ্ধ সম্প্রদায়কে চুপ করে বসে থাকলে চলবে না, প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আর্যগিরি বনবিহারে জমি বেদখল বন্ধ করার মাধ্যমে বিহারটি রক্ষা করা এবং বিহার অধ্যক্ষকে হুমকি-হয়রানি ও বিহার উচ্ছেদে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।