
মহালছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইচছড়ি রবি চন্দ্র কার্বারী পাড়ায় সেটলার বাঙালি কর্তৃক নবম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুল ছাত্রীকে (১৫) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (৩০ জুলাই ২০২১) দুপুর ২টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বাড়ির লোকজন জুমের কাজে গেলে ওই স্কুল ছাত্রী ভাত রান্নার করার জন্য বাড়িতে একা থাকে। দুপুর আনুমানিক ২টার সময় সেটলার মো. সাঈদ (২৮), পিতা- বাদশা মিঞা তাদের বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে ভিকটিম ছাত্রী কোন রকম পালিয়ে গিয়ে নিজের মান-ইজ্জত রক্ষা করে।
ধর্ষণ চেষ্টাকারী মো. সাঈদের বড় ভাই মো. জহির মাইচছড়ি বাজারে একজন প্রভাবশালী ব্যবসায়ী বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।