`সরকারি ভাষ্য সাজানো, তা প্রকৃত ইতিহাস নয়’-লক্ষ্মীছড়িতে আলেচেনায় বক্তারা

0
103

লক্ষ্মীছড়ি প্রতিনিধি। খাগড়াছড়ির লক্ষ্মীছীড়তে ‘স্বাধীন রাজ্য “জেলায়” অবনমিত (১৮৬০-১৯৪৭), পার্বত্য চট্টগ্রামে ঔপনিবেশিক শাসন-শোষনের করুণ অধ্যায়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সরকারি ভাষ্য সাজানো, তা প্রকৃত ইতিহাস নয়। নতুন প্রজন্মকে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত ইতিহাস সন্ধানে কাজ করতে হবে।

আজ ০১ আগস্ট ২০২১, রবিবার ‘ইতিহাস সন্ধানে নতুন প্রজন্ম ২০২১’ ব্যানারে আয়োজিত আলোচনা সভায়  পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলা অর্থ সম্পাদক পবিন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র লক্ষীছড়ি ইউনিটের সমন্বয়ক বিধুর চাকমা, ইউপিডিএফ এর সংগঠক সরল চাকমা, পাহাড়ি ছাত্র কেন্দ্রীয় সদস্য অমিত চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি রুপান্ত চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি উৎপল চাকমা।

বক্তারা বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা ১৮৬০ সালের ১ আগস্ট স্বাধীন পার্বত্য রাজ্যকে জেলায় অবনমিত করে তাদের শাসন-শোষণের ভিত রচনা করেন।

এ অঞ্চলে ব্রিটিশ উপনিবেশিক শাসন কয়েম হওয়ার পর শাসকরা তাদের নিজেদের মতো করে আইন-কানুন তৈরি করে দীর্ঘ ৮৭ বছর ধরে এ অঞ্চলের মানুষকে শাসন-শোষণ করেছেন। তবে তাদের অন্যায় শাসন-শোষণের বিরুদ্ধে তৎকালীন রাজাগণ প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন।

বক্তারা বলেন, সরকারি ভাষ্যে নানাভাবে ইতিহাস বিকৃত করা হয়। ব্রিটিশ শাসকরাও এ অঞ্চলে শাসন-শোষণ চালিয়ে তাদের মতো করে বিভিন্ন কাহিনী রচনা করেছেন। কিন্তু মনে রাখতে হবে সরকারি ভাষ্য হলো সাজানো, তাতে প্রকৃত ইতিহাসের সন্ধান মিলে না। তাই নতুন প্রজন্মকেই পার্বত্য চট্টগ্রামের প্রকৃত ইতিহাস সন্ধান ও এ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে হবে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.