
সাজেক প্রতিনিধি ।। রাঙামাটির সাজেক ইউনিয়নেরর অন্তর্গত ১০ নং পাড়া (দীঘিনালা সীমান্তবর্তী) নামক স্থানে সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।
গতকাল রবিবার (১২ ডিসেম্বর ২০২১) দিবাগত রাত ১২টার সময় এ ঘটনা ঘটে।
নির্যাতনে শিকার ব্যক্তির নাম লিটন চাকমা (৪০), পিতা- শান্তি জীবন চাকমা।
স্থানীয় সুত্রে জানা যায় গতকাল রাত ১২ টার সময় দীঘিনালা সেনাজোন থেকে একটি পিকআপে করে ১২ জনের একটি সেনা দল প্রথমে লিটন চাকমার বাড়ি ঘেরাও করে। এরপর সেনারা বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তল্লাশি চালায়। বাড়ির সমস্ত জিনিসপত্র তছনছ করেও অবৈধ কিছু না পেয়ে লিটন চাকমাকে চোখ বেঁধে লাথি মারতে মারতে বাড়ির বাইরে বের করে। সেখানে তাকে আবারো অনুষিকভাবে মারধর করা হয়। এক পর্যায়ে লিটন চাকমার স্ত্রী তার স্বামীকে কেন বিনাদোষে মারধর করা হচ্ছে জানতে চাইলে এক সেনা সদস্য তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চুপ করে থাকতে বলে। বেশ কিছুক্ষণ ধরে মারধর করার পর সেনারা ক্যাম্পে ফিরে যায়।
কী কারণে তাকে নির্যাতন করা হয়েছে তা জানা যায়নি। তবে ইদানিং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় রাতের আঁধারে সেনাবাহিনী কর্তৃক গ্রামবাসীদের ঘর তল্লাশি, নির্যাতন ও আটকের ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কোথাও না কোথাও প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন