
রাঙামাটি ।। রাঙামাটির কাপ্তাই উজেলার রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জগনাছড়ি (পানছড়ি) পাড়া থেকে সেনাবাহিনী কর্তৃক আনুমং মারমা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর ২০২১) ভোররাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানা যায়।
আটক আনুমং মারমা জগনাছড়ি (পানছড়ি) পাড়ার চিংসামং মারমার ছেলে।
জানা যায়, সোমবার ভোররাত সাড়ে ৪টার সময় রাইখালীর নারানগিরি মুখ পাড়ায় নতুন স্থাপিত সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. কুদ্দুস এর নেতৃত্বে একদল সেনা সদস্য জগনাছড়ি পাড়ায় গিয়ে আনুমং মারমার বাড়ি ঘেরাও করে ও তল্লাশি চালায়। পরে সেনারা একটি দেশীয় অস্ত্র গুঁজে দিয়ে আনুমং মারমাকে আটক করে নিয়ে যায়। সেনাদের সাথে মগপার্টির ২ সদস্যও ছিল বলে জানা গেছে।
আটকের পর মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে আনুমং মারমাকে চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করার পর জেল হাজতে পাঠানো হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন