২০১৩ সালে ৪ হাজার ৭৭৭ জন নারী নির্যাতনের শিকার

76
13

সিএইচটিনিউজ.কম ডেস্ক:

ঢাকা : ২০১৩ সালে ৪ হাজার ৭৭৭ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন বলে গতকাল বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘নারীর মানবাধিকার-২০১৩’ এর উপর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

Nari nirjatonএর মধ্যে ১ হাজার ৩৮৭ জন হত্যা(আত্মহত্যা ও রহস্যজনক মৃত্যু), ৮১২ জন ধর্ষণ, ৭০৩ জন যৌতুক ও পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। পাশাপাশি ৪৪ জন এসিডদগ্ধ এবং ৭৮ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারীরা ঘরেই বেশি নির্যাতনের শিকার হয়ে থাকেন। এদের মধ্যে ৮৭ শতাংশ বিবাহিত নারী স্বামী কর্তৃক নির্যাতিত এবং এক-তৃতীয়াংশ ধর্ষণের শিকার হন।

অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম, সাবেক সিডিও কমিটির সভানেত্রী সালমা খান, ব্র্যাকের পরিচালক শিপ্রা হাফিজা, গণস্বাক্ষর অভিযানের পরিচালক তাসনিম আতহার প্রমুখ বক্তব্য রাখেন।

উৎস: অনলাইন সংবাদ মাধ্যম

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.