মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবিতে রাঙামাটিতে ভুক্তভোগীদের মানববন্ধন (ভিডিও)

0
4

রাঙামটিত প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

জাতীয় মানবাধিকার কমিশনের রাঙামাটি সফর উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় মদদে সাম্প্রদায়িক হামলা, হত্যাকাণ্ড, ভূমি বেদখলসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন ঘটনার বিচার দাবিতে রাঙামাটি সদরে মানববন্ধন করছেন ভুক্তভোগী লোকজন।

আজ ১৮ জানুয়ারি ২০২৩ সকাল সাড়ে ১০টার সময় রাঙামাটি সদরের সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে নান্যাচরের বগাছড়িতে সেনা-সেটলার হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী, খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বিজিবি কর্তৃক উচ্ছেদকৃত ২১ পরিবারের সদস্যরা, বগাছড়িতে সেটলার হামলার শিকার ক্ষতিগ্রস্ত এলাকাবাসী, দজর পাড়ায় ভূমি বেখদখল চেষ্টার শিকার এলাকাবাসী, মহালছড়িতে ভূমি বেদখলের শিকার এলাকাবাসী এবং খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডে নিহতদের পরিবার ও স্বজনরাসহ বিভিন্ন ঘটনার শিকার ব্যক্তিরা বিচার দাবিতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এই মানববন্ধন করছেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.