সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ০৩ মার্চ ২০২৩

বান্দরবানের লামায় পুলিশ কর্তৃক লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সংগঠক মথি ত্রিপুরাকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও তাঁকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিতে সাজেকের মাচলঙে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৩ মার্চ ২০২৩) বেলা ২টার সময় ইউপিডিএফের সাজেক ইউনিটের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
মিছিল পরবর্তী অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফের সাজেক ইউনিটের সংগঠক প্রান্তিক চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক নিউটন চাকমা ও ইউপিডিএফ সদস্য সুমন চাকমা।
বক্তারা বলেন, মথি ত্রিপুরাকে গ্রেফতারের ঘটনা লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুমভূমি বেদখলের ষড়যন্ত্রেরই অংশ। পুলিশ ভূমিদস্যু রাবার ইন্ডাস্ট্রিজ’র কাছ থেকে সুবিধা নিয়েই তাকে গ্রেফতার করেছে।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক গত ১ জানুয়ারি দিবাগত মধ্যরাতে রেংয়েন ম্রো পাড়ায় হামলা, ম্রোদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পাড়াবাসীরা মামলা দায়ের করলেও পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করেনি। কিন্তু রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক মিথ্যা মামলা দেয়ার সাথে সাথেই যারা নিজেদের ভূমি ও বসতভিটা রক্ষার জন্য আন্দোলন করছেন তাদেরকে গ্রেফতার করছে। প্রশাসনের এই পক্ষপাতিত্বের কারণেই লামা রাবার ইন্ডাস্ট্রিজ আজ বেপরোয়া হয়ে ম্রো-ত্রিপুরাদের উপর অত্যাচার চালাচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
সমাবেশ থেকে অবিলম্বে মথি ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তি ও পাড়াবাসীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন