বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১০ মার্চ ২০২৩

পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন দিবসে রাঙামাটির বাঘাইছড়িতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মার্চ ২০২৩, শুক্রবার দুপুর ১২টায় ইউপিডিএফ’র বাঘাইছড়ি ইউনিটের উদ্যোগে সাজেক ইউনিয়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“পূর্ণস্বায়ত্বশাসনই পার্বত্য চট্টগ্রাম সমস্যার একমাত্র পথ, আসুন, পৈতৃক ভূমি, নারীর সম্ভ্রম ও জাতীয় অস্তিত্ব রক্ষার্থে পূর্ণস্বায়ত্বশাসন আন্দোলন বেগবান করি” এই শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক অক্ষয় চাকমার সভাপতিত্বে ও সংগঠক প্রান্তিক চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা ও সাজেক ইউনিটের সমন্বয়ক অডিট চাকমা। সভায় বাঘাইছড়ি, রুপকার ও সাজেক ইউনিয়নের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গও বক্তব্য রাখেন।
ইউপিডিএফ নেতা সচিব চাকমা পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন ও এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯৭ সালের ১০ মার্চ যদি তিন সংগঠন পাহাড়ি গণ পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের ফেডারেশন যদি পূর্ণস্বায়ত্তশানের দাবি উত্থাপন না করতো তাহলে পার্বত্য চট্টগ্রামে এতদিন অস্তিত্ব আরো বেশি সংকটাপন্ন হতো। সেই যে পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছিল ইউপিডিএফ গঠনের মধ্য দিয়ে তা আজ পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, আজকে পার্বত্য চট্টগ্রামে যেভাবে নিপীড়ন-নির্যাতন, ভূমি বেদখল, নারী নির্যাতন চলছে তাতে কারোর হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে ভূমি, জাতীয় অস্তিত্ব ও মা-বোনের সম্ভম হানি রক্ষা করতে হবে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলনে সামিল হবার আহ্বান জানান ।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন