খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
সারা বিশ্বে নারী ও মেয়ে শিশুর উপর সহিংসতা বন্ধের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি জেলা নারী নেটওয়ার্ক। ‘ন্যায় বিচারের দাবীতে জেগে ওঠো সোচ্চার হও’ এই শ্লোগানে আজ শুক্রবার(১৪ ফেব্রুয়ারী) সকালে জেলা শহরের শাপলা চত্বরে ঘন্টাব্যাপী চলা এই এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে খাগড়াছড়ি জেলা নারী নেটওয়ার্ক’র সভাপতি শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু দাউদ, দূর্বার নারী নেটওয়ার্র্কের খাগড়াছড়ি প্রতিনিধি লালসা চাকমা, এডভোকেট অনুপম চাকমা প্রমুখ।
ছবি সৌজন্যে: খাগড়াছড়িনিউজ২৪.কম