সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৯ এপ্রিল ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আসন্ন ‘বিঝু’ উপলক্ষে গ্রামে গ্রামে ইউপিডিএফ’র উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার (৯ এপ্রিল ২০২৩) ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমার নেতৃত্বে বাঘাইহাট, শুকনোছড়াসহ বেশ কয়েকটি গ্রামে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এতে ইউপিডিএফ কর্মীদের পাশাপাশি স্থানীয় যুবকরাও অংশগ্রহণ করেন।

এ সময় আর্জেন্ট চাকমা বলেন, সামনে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিঝু (বৈ-সা-বি)। এ উৎসবকে সামনে রেখে আমাদের সবাইকে নিজ নিজ পাড়া, দোকানপাট, ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটা জরুরি। এমনিতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখলে অনেক অসুখ-বিসুখ থেকেও মুক্ত থাকা
তিনি উৎসবের সময় স্ব স্ব জাতীয় ঐতিহ্যবাহি পোশাক পরিধান ও সংস্কৃতি-ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন