ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল ২০২৩) সকাল ১১টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমার নেতৃত্বে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইয়ের মন্তব্য খাতায় পিসিপি’র সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা লেখেন, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরউল্লাহ চৌধুরীর প্রতি পাহাড়ি ছাত্র পরিষদ বিনম্র শ্রদ্ধা জানায়। একাত্তরে মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং স্বাধীন বাংলাদেশে স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে তাঁর যে স্বপ্ন তা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে স্বল্প ব্যয়ে এদেশের মানুষকে চিকিৎসা গ্রহণের সুযোগ সৃষ্টি করার তাঁর যে চিন্তাভাবনা ও বক্তব্য তা খুবই যুক্তিযুক্ত এবং তা বাস্তবায়ন করা জরুরি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা যান। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন