খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম কমলছড়ির হামলার রেশ কাটতে না কাটতে খাগড়াছড়ির উপর বেতছড়িতে আজ ২৬ ফেব্রুয়ারী বুধবার সকালে আবারো সেটলাররা হামলা করেছে। এত সেটলারদের ইটের আঘাতে বিশ্বজিৎ চাকমা নামে একজন ডান চোখে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সেনাবাহিনী ঘটাস্থলে অবস্থান করছে। পাহাড়ি ও বাঙালিরা রয়েছে মুখোমুখি অবস্থায়।
জানা গেছে, গতকাল মঙ্গলবার গরু চরাতে যাওয়া এক সেটলার হারিয়ে গেছে এই অজুহাতে সেটলাররা জড়ো হয়ে আজ সকালে বেতছড়ি খ্রীস্টান পাড়ায় যায়। পরে তারা পাহাড়িদের উপর হামলা চালাতে থাকে। তারা চৈত্য আদর্শ বিহারেও হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে খবর পাওয়া গেছে। সেনাবাহিনী সেখানে উপস্থিত থাকলেও হামলাকারীদের বাধা না দিয়ে তাদের সহযোগিতা দিচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৯:৩৩টা) সেখানে পাহাড়ি-বাঙালি মুখোমুখি অবস্থানে রয়েছে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে সেটলাররা কমলছড়িতে পাহাড়িদের উপর হামলা চালায়। এতে ২ জন পাহাড়ি গুরুতর আহত হয়।