রাঙামাটিতে সন্ত্রাসী কর্তৃক অপহৃত রঞ্জন মেম্বারকে সেনা জোন থেকে মুক্তি!

0
35

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৮ অক্টোবর ২০২৩

রাঙামাটিতে বাগানের মালটা বিক্রি করতে গিয়ে সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক অপহরণের শিকার হওয়া নান্যাচরের বুড়িঘাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার রঞ্জন বিকাশ চাকমা ওরফে রঞ্জন মেম্বার (৫০)-কে রাঙামাটি সেনা জোন থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ রবিবার (৮ অক্টোবর ২০২৩) দুপুর ১:০০টার সময় রাঙামাটি শহরের সমতাঘাট এলাকা থেকে দুর্বৃত্তরা রঞ্জন মেম্বারকে অপহরণ করে। ভুক্তভোগী রঞ্জন মেম্বারের বাড়ি শেলসছড়ি গ্রামে। তার পিতার নাম ধন মোহন চাকমা। এরপর বিকাল ৪টার দিকে রাঙামাটি সেনা জোন থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, আজ সকালে রঞ্জন মেম্বার গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে তার বাগানের মালটা বিক্রির জন্য রাঙামাটিতে যান। এ সময় তিনি সমতাঘাট এলাকায় একজন পরিচিত ব্যক্তির দোকানে অবস্থান করার সময় মিল্টন তঞ্চঙ্গ্যার নেতৃত্বে ৪/৫ জন সশস্ত্র দুর্বৃত্ত তাকে অপহরণ করে। দুর্বৃত্তরা তাকে মোটর সাইকেলে করে প্রথমে রিজার্ভ বাজারের একটি বোর্ডিংয়ে নিয়ে যায়। সেখানে নেয়ার পর মিল্টন তঞ্চঙ্গ্যাসহ দুর্বৃত্তদের কয়েকজন তার সাথে নানা বিষয়ে কথাবার্তা বলে। এ সময় মিল্টন তঞ্চঙ্গ্যা নান্যাচর সেনা জোনের টু-আইসি (মনু মিয়া নামে পরিচিত)-এর সাথে মোবাইলে কথা বলে রঞ্জন মেম্বারকে চেনেন কিনা সে বিষয়ে জেনে নেয়। এছাড়া এ নিয়ে সে আরো দুয়েক জনের সাথেও কথাবার্তা বলে। ওই বোর্ডিংয়ে প্রায় ২ ঘন্টার কাছাকাটি তাকে আটকে রাখা হয়।

এরপর মোটর সাইকেলযোগে মো. বেলাল নামের একজনসহ দু’জন সেনা গোয়েন্দা সংস্থার লোক সেখানে যায়। পরে দুর্বৃত্তরা রঞ্জন মেম্বারকে সেনা গোয়েন্দাদের হাতে তুলে দেয় এবং গোয়েন্দারা তাকে মোটর সাইকেলে করে রাঙামাটি সেনা জোানে নিয়ে যায়।

জোনে নেয়ার পর তাকে একটি গোলঘরে রাখা হয়। সেখানে জোন কমাণ্ডার আসার আগ পর্যন্ত মো. বেলাল তাঁর মোবাইল ফোন থেকে ইউপিডিএফের কয়েকজন নেতা-কর্মীর ছবি দেখিয়ে ‌‘এদের চেনেন কিনা, এদেরকে কিভাবে ধরা যায়’ ইত্যাদি জিজ্ঞাসাবাদ করেন।

পরে জোন কমাণ্ডার এসে রঞ্জন মেম্বারের সাথে কথাবার্তা বলেন এবং তাঁর মোবাইল ফোন চেক করে দু’য়েকটি মোবাইল নম্বর সম্পর্কে জানতে চান। এতে তিনি যথাযথ উত্তর দিলে পরে বিকাল পৌনে চারটার দিকে একটি লিখিত কাগজ পড়ে শুনিয়ে ও স্বাক্ষর গ্রহণ করে জোন থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় তার ব্যাগ, মোবাইল ফোন ও টাকাও ফেরত দেওয়া হয়, যেগুলো দুর্বৃত্তরা নিজেদের হেফাজতে নিয়েছিল।

এদিকে, রঞ্জন মেম্বারকে অপহরণের খবর জানাজানি হলে সিএইচটি নিউজে খবর প্রকাশিত হয় এবং রাঙামাটির স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মহল তৎপরতা চালায়। ফলে সেনাবাহিনী দুর্বৃত্তদের কাছ থেকে রঞ্জন মেম্বারকে নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে মুক্তি দেয়ার ব্যবস্থা করে। তবে অপহরণকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

জানা গেছে, দুর্বৃত্তরা রঞ্জন মেম্বারের কাছ থেকে সরাসরি কোন মুক্তিপণ না নিলেও তার সাথে রাঙামাটিতে যাওয়া লোকজনকে নানাভাবে চাপ প্রয়োগ করে তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.