‘মিছিল-সমাবেশ করলে অবগত করতে হবে’: ক্যাম্প কমান্ডারের হুঁশিয়ারি

0
22

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

“ইউপিডিএফ মিছিল-সমাবেশ করলে আমাকে অবগত করতে হবে, তা না হলে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে” বলে মুরুব্বী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাঙামাটির কাউখালীস্থ বেতবুনিয়ার গোদারপাড় আর্মি ক্যাম্পের কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. মনির।

আজ শনিবার (২৮ অক্টোবর ২০২৩) কাউখালী উপজেলার ২ নং ফটিকছড়ি ইউনিয়নের ১নং হতে ৪ নং ওয়ার্ড, ৪ নং কলমপতি ইউনিয়নের ৬ নং হতে ৯ নং ওয়ার্ড এবং ১ নং বেতবুনিয়া ইউনিয়নের ৭ নং হতে ৯ নং ওয়ার্ডে অন্তর্গত গ্রামের কার্বারী ও সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিদের মিটিং-এর নামে ডেকে মো. মনির এ হুঁশিয়ারি দেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল খাগড়াছড়ির মানিকছড়িতে সেটলার বাঙালী কর্তৃক এক মারমা নারীকে গণধর্ষণ এবং লংগদুতে এক স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ প্রচেষ্টার প্রতিবাদে কাউখালীতে ইউপিডিএফ-এর তিন গণতান্ত্রিক সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেই সমাবেশের খবর জন প্রতিনিধি বা মুরুব্বীরা গোদারপাড় ক্যাম্পে অবগত না করায় তিনি (ক্যাম্প কমান্ডার) ক্ষোভে ফেটে পড়েন।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক জনপ্রতিনিধি এ প্রতিবেদককে বলেন, “সভা-সমাবেশ করার অধিকার শুধুমাত্র ইউপিডিএফ কেন, অন্য যেকোন সংগঠনের তা করার অধিকার রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে তা সংবিধান কর্তৃক স্বীকৃত।”

মিটিং-এ অংশগ্রহণকারী নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কার্বারী বলেন, “আমরা এ কেমন দেশে বসবাস করছি! আমাদের মেয়েদের ধর্ষণের প্রতিবাদ করায় আমাদের জবাবদিহি করতে হচ্ছে। নাকি আমরা পাহাড়ি বলে? আজ যদি ক্যাম্প কমান্ডারের মেয়ে বা বোন ধর্ষণের শিকার হতেন তাতে তার কেমন লাগতো? তিনি কী চুপ থাকতেন?”

ক্যাম্প কমান্ডার মনিরের দুর্ব্যবহারে কার্বারী ও জনপ্রতিনিধিরা মনক্ষুন্ন হয়েছেন বলে জানা গেছে। গণধর্ষণের প্রতিবাদে আয়োজিত সমাবেশ নিয়ে আপত্তি তোলার মাধ্যমে প্রকারান্তরে তিনি ধর্ষকদের পক্ষ নিয়েছেন বলে তারা মন্তব্য করছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.