খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড়ি নারীকে গণধর্ষণে জড়িত তিন সেটলারকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) তাদেরকে আটক করা হয় বলে পুলিশের সূত্রে জানা গেছে।
আজ রবিবার (২৯ অক্টোবর ২০২৩) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ষণের ঘটনায় জড়িত তিন আসামিকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলো- ১. মো. শাহ আলী (২০), পিতা- মো. মোহর আলী, গ্রাম-পূর্ব গচ্ছাবিল (শাহহ আলমের বাড়ি), ২নং ওয়ার্ড, মানিকছড়ি ইউনিয়ন; ২.মো. মিজানুর রহমান প্রকাশ মিজান (২২), পিতা- মো. আবদুল মালেক, মানিকছড়ি ইউনিয়ন ও ৩. মো. হোসেন আলী (২২), পিতা- মো. লিয়াকত আলী, মানিকছড়ি ইউনিয়ন। তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন মোটর সাইকেলও জব্দ করা হয় বলে পুলিশ জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ৩ জনের মধ্যে ১ জন ধর্ষণের দায় স্বীকার করেছে এবং অপর ২ জন ধর্ষণে সহায়তার করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত বুধবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন ভিকটিম ওই নারী। তিনি মানিকছড়ি গচ্ছাবিল বাজারে বাস থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাওয়ার সময় লিচু বাগান নামক স্থানে পৌঁছলে একা পেয়ে তিন সেটলার যুবক তাকে ধরে নির্জন স্থানে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার দিলে ধর্ষকরা গলা কেটে মেরে ফেলার ভয় দেখায় এবং ধর্ষণের ভিডিও ধারণ করে।
পরে এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মানিকছড়ি থানায় ধর্ষণ মামলা দায়ে করেন।
অপরদিকে, উক্ত গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইউপিডিএফভুক্ত সংগঠনগুলো বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করে এ ঘটনার জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন