ধর্ষণ বিরোধী প্রতিরোধ সমাবেশের পর মানিকছড়িতে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি

0
4

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১১ নভেম্বর ২০২৩

ধর্ষণ ও যৌন সহিংসতা বিরোধী প্রতিরোধ সমাবেশের পর থেকে মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের ভোলাছোলা, কুমারি, চাল্যাচর, বটতলী পাড়াগুলোতে ভারী আগ্নেয়াস্ত্রসহ সেনাসৃষ্ট নব্য মুখোশ সন্ত্রাসীদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত ৯ নভেম্বর ২০২৩ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের ধর্মঘর এলাকায় হিল উইমেন্স ফেডারেশন, নারী আত্মরক্ষা কমিটি ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে উক্ত ধর্ষণ ও যৌন সহিংসতা বিরোধী বিশাল সমবেশের আয়োজন করে। এতে বিভিন্ন এলাকার আড়াই হাজারের অধিক লোক অংশগ্রহণ করেন। ঐ দিনই সন্ধ্যা ৭টার সময় নব্যমুখোশ দুর্বৃত্ত রবিন চাকমা, রমজান আলী, ফুল মিয়া ও শহীদুল সহ ৭ জন সশস্ত্র মুখোশ সদস্য ভোলাছোলা এলাকায় হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা মানিকছড়িতে ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী প্রতিরোধ সমাবেশে যারা যারা অংশগ্রহণ করেছে তাদেরকে খুঁজতে থাকে।

শুধু তাই নয়, এ সময় সন্ত্রাসীরা মম্প্রুতলী উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় মো. এন্টাস মিয়া (৩৫), পিতা- দুদু মিয়া, গ্রাম- ভোলাছোলা পাড়া নামের এক ব্যক্তির জীপ গাড়ি আটকিয়ে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

গতকাল (১০ নভেম্বর) রাতেও নব্যমুখোশ সন্ত্রাসীরা কুমারী পাড়ায় ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

উক্ত মুখোশ দুর্বৃত্তদের মধ্যে বাঙালি সদস্য রমজান আলী, ফুল মিয়া ও শহিদুল-এর বাড়ি ফটিকছড়ি উপজেলাধীন বটতলী পাড়ায়। তারা দীর্ঘদিন ধরে নব্য মুখোশদের সাথে যোগ দিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

এ বিষয়ে কুমারী পাড়া থেকে প্রত্যক্ষদর্শী এক মুরুব্বি জানান, মুখোশ দুর্বৃত্তদের সাথে অপরিচিত আরো কয়েকজন বাঙালি দেখা গেছে। তারা সেনা গোয়েন্দা সংস্থার লোক হতে পারে বলে তার ধারণা।

জানা গেছে, লক্ষ্মীছড়ি সেনা জোন থেকেই এই নব্যমুখোশ সন্ত্রাসীদেরকে তদারকি-তত্ত্বাবধান করা হয়ে থাকে। লক্ষ্মীছড়ি জোনের একজন সেনা কর্মকর্তা মুখোশ দুর্বৃত্ত রবিন চাকমার সাথে নিয়মিত ফোনে যোগাযোগ রেখে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন বলে বিশেষ একটি সূত্র জানিয়েছে।

এলাকাবাসী অবিলম্বে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.