বাঘাইছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার করঙাতলী বাজার থেকে আজ ১৫ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার সময় সেনাবাহিনীর করঙাতলী ক্যাম্পের সদস্যরা এক ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। গ্রেফতারকৃত ইউপিডিএফ সদস্যের নাম প্রীতিবিন্দু চাকমা (২৪) পিতা সুরেশ কুমার চাকমা, গ্রাম পাহনছড়ি, কবাখালী দিঘীনালা।
জানা যায়, আজ সকালে প্রীতি বিন্দু চাকমা সাংগঠনিক কাজে করঙাতলী বাজারে যান। এ সময় করঙাতলী ক্যাম্পের লে: কাউসারের(১৭ ইবি) নেতৃত্বে একদল সেনা জওয়ান তাকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে নিয়ে গিয়ে শারিরীক নির্যাতন ও জিজ্ঞাসাবাদের পর বিকাল সাড়ে ৪টার দিকে তাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি বাঘাইছড়ি থানা হাজতে আটক রয়েছেন।