বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরী মারা গেছেন

0
5
বান্দরবান প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

Bomang raja Bandarban-0120120808152441বান্দরবান পার্বত্যজেলার বোমাং সার্কেল প্রধান, বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরী মারা গেছেন।আজ বুধবারসকাল সোয়া ৯টায় বান্দরবান জেলা শহরেরাজবাড়িতেতিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর


অংশৈ প্রু ১৯৯৮ সালে বোমাং সার্কেলের পঞ্চদশ রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরশত শত বছরের ঐতিহ্যের অংশ হিসেবে বোমাং সার্কেলের বাৎসরিক খাজনা আদায়অনুষ্ঠান ও রাজপূন্যাহ মেলা (পইংজ্রা) আবার চালু করেন

অংশৈপ্রু চৌধুরী ১৯৭৯থেকে ৮২ সাল পর্যন্ত জিয়াউর রহমান সরকারের খাদ্য প্রতিমন্ত্রী ছিলেনসে সময় তিনি বান্দরবান থেকে জাতীয় সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.