খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি সদর উপজেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়নের গোরগোজ্যাছড়ি গ্রাম থেকে তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে রূপেন্দু চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের মেরুং ইউপি শাখার সাধারণ সম্পাদক ও ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক কালোপ্রিয় চাকমা এক বিবৃতিতে অবিলম্বে আটককৃতদের মুক্তি দেয়ার দাবি জানান। তিনি বলেন তাদেরকে অন্যায়ভাবে ও বিনা অপরাধে আটক করা হয়েছে।
জানা যায়, আজ ১৬ জুলাই সোমবার ভোর ৫টার সময় বিজিতলা আর্মি ক্যাম্প থেকে একদল সেনা গোরগোজ্যাছড়ি গ্রামে হানা দেয়। সেনারা সেখানে দুটি বাড়ি থেকে উক্ত তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার করে। সকাল ৮টা পর্যন্ত সেনারা সেখানে অবস্থান করে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।‘
নাম প্রকাশে অনিচ্ছুক গোরগোজ্যাছড়ি গ্রামের এক ব্যক্তি জানান, ‘ভোর আনুমানিক ৫টার সময় আর্মিরা এসে প্রথমে গ্রামের চারিদিক ঘিরে ফেলে। পরে দু‘টি বাড়ি থেকে আর্মিরা তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আর্মিরা তাদের বেদম মারধর করে। প্রায় আড়াই ঘন্টার মতো আর্মিরা ওই দু‘টি বাড়িতে তল্লাশি চালায়। তবে তারা বেআইনী কোন কিছু পায়নি। গ্রামের বেশ কয়েকটি বাড়িতেও তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেয়া হয়। পরে আর্মিরা ইউপিডিএফ সদস্যদের নিয়ে ক্যাম্পে চলে যায়।