রাঙামাটির লংগদুতে দু’টি ইঞ্জিন চালিত বোটে সেটেলার কর্তৃক ডাকাতি : আহত ৪

0
11
রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

লংগদু: রাঙামাটির লংগদুতে সেটলার কর্তৃক পাহাড়ি যাত্রী বহনকারী দু
টি ইঞ্জিন চালিত বোটে  ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। আজ ৯ জুলাই সোমবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে লংগদু হতে পাহাড়ি যাত্রীদের নিয়ে ইঞ্জিন চালিত দুটি বোট রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয়।যাবার পথে সকাল ৯ টায় দিকে লংগদুর ফুরমুখ-বৈদ্যটিলা নামকস্থানে পৌঁছলে ১০ জন সেটলার যুবক বোট দুটি আটকিয়ে পাহাড়িদের উপর হামলা চালায় এবং জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তাদের হামলায় ৪ জন পাহাড়ি মারাত্মক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।আহতরা হলেন: ১. উপল কান্তি চাকমা, পিতা: নরেন্দ্র চাকমা, গ্রাম: চিন্দারাম ছড়া, বাঘাইছড়ি, ২. রিকেন চাকমা,পিতা: সূয্যকুমার চাকমা, গ্রাম: সিজকমুখ, বাঘাইছড়ি ৩. দ্রোণচার্য্য চাকমা,পিতা: মৃতসুমতি রঞ্জন চাকমা, গলাচিপা, বাঘাইছড়ি ও ঝন্টু চাকমা, পিতা- দয়া কুমার চাকমা, গ্রাম-সিজক মুখএ সময় সেটলাররা  দুটি বোটের ১১ জন পাহাড়ি যাত্রীর কাছ থেকে ১১ টি মোবাইল সেট, দেড় লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণছিনিয়ে নিয়ে যায়আহতদের মধ্যে উপল চাকমা মাথায় এবং রিকেন চাকমা হাতে কিরিচের কোপে আহত হন। আহতদের লংগদু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে
Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.