গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি, সিএইচটি.কম
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুইমারা উচ্চ বিদ্যালয়ে পাহাড়ি ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে। আজ ২৬ মার্চ সকাল ১১টায় গুইমারা থানা সদরে ১ম কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে ঊষামং মারমাকে সভাপতি, উৎপল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও নিথোয়াইচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কাউন্সিল অধিবেশনে চিত্রজ্যোতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা ও মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরা।