অসার চুক্তির আশায় না থেকে আন্দোলন গড়ে তোলার আহ্বানে রাঙামাটির কুদুকছড়িতে মানববন্ধন

0

অসার চুক্তির আশায় না থাকার আহ্বানে রাঙামাটির কুদুকছড়িতে মানববন্ধন করে কর্মজীবী নারী সমাজ। ২ ডিসেম্বর ২০২৪


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

অসার চুক্তির আশায় না থেকে আন্দোলন গড়ে তোলার আহ্বানে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে “কুদুকছড়ি এলাকার কর্মজীবী নারী সমাজ’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ ২ ডিসেম্বর ২০২৪, সোমবার বেলা পৌনে ২টা সময় রাঙামাটি – খাগড়াছড়ি সড়কের কুদুকছড়ি হাফ বাজার এলাকায় “ব’ যিয়ে চুক্তি আঝায় ন’ থাক্কো” এমন ব্যানার শ্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার কর্মজীবী নারীসহ এলাকার লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির অসারতা নিয়ে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুবলিকা চাকমা ও কল্পনা চাকমা।


বক্তারা বলেন, আজ ২৭ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন হয়নি। পাহাড়ে শান্তির কথা বলে এই চুক্তি স্বাক্ষর করা হলেও পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠা হয়নি। শান্তির নামে আজ পার্বত্য চট্টগ্রামে অশান্তি বিরাজ করছে। ভূমি বেদখল, সাম্প্রদায়িক হামলা, নারী নির্যাতন, হত্যার মত ঘটনা ঘটছে। সন্তু লারমা ও জেএসএস চুক্তি নিয়ে নানা কথা বললেও বাস্তবে তারা চুক্তি বাস্তবায়নের জন্য কোন আন্দোলন না করে ভাইয়ে ভাইয়ে হানাহানি-সংঘাত জিইয়ে রেখেছেন।

বক্তারা আরো বলেন, চুক্তি করে সন্তু লারমা জনগণকে কোন কিছুই দিতে পারেননি। এজন্য সন্তু লারমার তো লজ্জা থাকা দরকার।


সন্তু লারমার দ্বারা আর এ চুক্তি বাস্তবায়ন হবে না উল্লেখ করে তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এত নিপীড়ন-নির্যাতন হচ্ছে তাতে সন্তু লারমার কোন ভূমিকাই পালন করছেন না। উল্টো তার কারণে জাত ভাইয়ের মধ্যে মারামারি-হানাহানি হচ্ছে।

তারা বলেন, ২৭ বছরে যেহেতু এ চুক্তি বাস্তবায়ন হয়নি, ভবিষ্যতে আর বাস্তবায়ন হওয়ারও কোন সম্ভাবনা নেই। এটি এখন একটি ‌’ব’ যিয়ে’ চুক্তিতে পরিণত হয়েছে। তাই এ চুক্তির আশায় না থেকে এখনো সময় আছে জাতিকে রক্ষার জন্য পূর্ণস্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করতে হবে। আমরা আর এই ব’ যিয়ে চুক্তির আশায় থাকবো না, আমরা আন্দোলন করবো।

মানববন্ধনের শেষমুহুর্তে উপস্থিত কয়েকজন নারী চুক্তির নামে পাহাড়িদের সাথে প্রতারণার দায়ে ফ্যাসিস্ট হাসিনাসহ সন্তু লারমার কুশপুত্তলিকায় ঝাড়ু ও লাঠিপেটা করে প্রতিবাদ জানান। এ সময় অংশগ্রহণকারীরা নানা শ্লোগান দেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More