‘আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবসে’ কাউখালীতে বান্দরবানে বম শিশুকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ জুন ২০২৪
‘আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বান্দরবানে ৫ম শ্রেণীর শিশু ভানথাংপুই বম (১৩)-কে হত্যার প্রতিবাদে রাঙাামটির কাউখালীতে অগ্রসর শিশু-কিশোর কেন্দ্রের উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৪ জুন ২০২৪) সকাল ১০টায় বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক হত্যার শিকার ভানথাংপুই বম’র ছবিযুক্ত ব্যানার নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে করা হয়।
সমাবেশে মামুনি মারমার সঞ্চালনায় ও ৯ম শ্রেণীর ছাত্রী মিমিপ্রু চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ৯ম শ্রেণীর ছাত্র উক্যহ্লা মার্মা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালি উপজেলা শাখার সভাপতি থুইনুমং মার্মা।
রিতা চাকমা বলেন, আজকে আমরা যে দিবসটি উপলক্ষে প্রতিবাদ সমাবেশ করছি তা হচ্ছে আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস। এটি ১৯৮২ সালে ইসরায়েল-লেবানন যুদ্ধের সময় নিহত শিশুদের স্মরণ ও ভবিষতে আগ্রাসনের কবল থেকে শিশুদের সুরক্ষায় জাতিসংঘ দিবসটির সূচনা করে। কিন্তু যে উদ্দেশ্যে দিবসটি সূচনা করা হয়েছিল তার লক্ষ্য আজো পূরণ হয়নি। এখনো বাংলাাদেশের পার্বত্য চট্টগ্রামসহ বিশ্বের বিভিন্ন দেশে শিশুরা আগ্রাসনের শিকার হচ্ছেন। ইসরায়েলের হামলায় শত শত ফিলিস্তিনি শিশু নিহত-পঙ্গু হচ্ছেন।

তিনি আরো বলেন, বলা হয়ে থাকে আজকের শিশু আগামী দিনের কান্ডারী। কিন্তু আমরা দেখি কী ভয়াবহ রাষ্ট্রীয় নিপীড়নের মধ্যে পার্বত্য চট্টগ্রামের শিশুরা বেড়ে উঠছে। নির্যাতন, ধর্ষণ, পাচারসহ নানা পরিস্থিতির শিকার হচ্ছে পাহাড়ের শিশুরা। সম্প্রতি গত ২৩ মে বান্দরবানে ৫ম শ্রেণীর শিশু ভানথাংপুই বমকে সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে। কয়েক বছর আগে কাউখালিতে ২য় শ্রেণীর শিশু থুইমাচিং মার্মাকে সেটলার কর্তৃক ধর্ষের পর হত্যা করা হয়েছিল। খাগড়াছড়িতে ৫ম শ্রেণীতে পড়ুয়া শিশু কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়।
তিনি ভানথাংপুই বমকে হত্যাসহ পার্বত্য চট্টগ্রামে এ যাবত ধর্ষণের পর শিশু হত্যার সাথে জাড়িতদের আইনের আ্ওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, সকল শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা ও শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধের দাবি জানান।
শিক্ষার্থী উক্যহ্লা মার্মা বান্দরবানে আমাদের ভাই ৫ম শ্রেণীর স্কুল ছাত্র ভানথাংপুই বমকে সেনাবাহিনীর অভিযানে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আজকে যে আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস পালন করছি, কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামের শিশুরা বাংলাদেশের রাষ্ট্র দ্বারা আগ্রাসনের শিকার হচ্ছি। এদেশের সরকার পার্বত্য চট্টগ্রামের শিশুদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে।
তিন ভানথাংপুই বমকে হতাকারীদের গ্রেফতার ও বিচারসহ পার্বত্য চট্টগ্রামহ সারাদেশে শিশুর ওপর সহিংসেতা বন্ধের দাবি জানান।
সমাবেশে সভাপতি মিমিপ্রু মার্মা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের কাণ্ডারি। কিন্তু আজ সব জায়গাতে আমরা আগ্রাসনের শিকার। পার্বত্য চট্টগ্রামে হিংসা, রাষ্ট্রীয় সন্ত্রাসসহ নারী-কিশোরী ধর্ষণের শিকার হয়ে মর্মান্তিক পরিস্থিতি মধ্যে জীবন যাপন করতে হচ্ছে।
তিনি শিশু হত্যা, নারী ধর্ষণ, শিশু শ্রম, শিশু নিযাতন, শিশু পাচার বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে সমাবেশ সমাপ্ত করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।