আপডেট: রামগড়ে বাড়ি থেকে তুলে নেওয়া চার জনের মধ্যে ৩ জনকে মুক্তি, ১ জনকে থানায় হস্তান্তর

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়া ইউনিয়নের জড়িচন্দ্র পাড়া থেকে সেনাবাহিনী ও মুখোশ মিলে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া চার জনের মধ্য থেকে ৩ জনকে সিন্দুকছড়ি সেনা জোন থেকে ছেড়ে দিয়ে সুবেল ত্রিপুরা ওরফে সজল (২২) নামে একজনকে থানায় হস্তান্তরের খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) ভোররাত ৩টার সময় সিন্দুকছড়ি সেনা জোন থেকে ১৫ জনের একটি সেনাদল নব্যমুখোশ বাহিনীর ৮ জন সদস্যকে সাথে নিয়ে পাতাছড়া ইউনিয়নের জড়িচন্দ্র পাড়া থেকে চার জনকে নিজদের বাড়ি তুলে নিয়ে যায়।
যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় তারা হলেন- ১. সুবেল ত্রিপুরা ওরফে সজল (২২), পিতা- সুবি কুমার ত্রিপুরা (সাবেক ইউপিডিএফ সদস); ২. রুবেল ত্রিপুরা (২৫), পিতা- সুবি কুমার ত্রিপুরা; ৩. যতীন ত্রিপুরা (২২), পিতা- অমৃত লাল ত্রিপুরা (কার্বারি) ও ৪. মহন ত্রিপুরা (১৭), পিতা- হির কুমার ত্রিপুরা।
এ নিয়ে সকালে সিএইচটি নিউজে একটি রিপোর্ট প্রকাশ করা হয়।
পরে জানা যায়, তুলে নিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্য থেকে রুবেল ত্রিপুরা, যতীন ত্রিপুরা ও মহন ত্রিপুরাকে সিন্দুকছড়ি সেনা জোন ছেড়ে দেয়া হয়েছে। তবে সাবেক ইউপিডিএফ সদস্য সুবেল ত্রিপুরা ওরফে সজলকে একটি গাদা বন্দুক গুজে দিয়ে গুইমারা থানায় হস্তান্তর করার খবর পাওয়া গেছে। তবে এখন পুলিশ বলছে তার নামে নাকি ‘পুরোনো মামলা’ রয়েছে।
এ নিয়ে স্থানীয়রা বলছেন, থানায় মামলা থাকলে পুলিশ গ্রেফতার করতে পারে। কিন্তু রাতের আঁধারে সেনাবাহিনী ও মুখোশ বাহিনী গিয়ে তাকে তুলে নিয়ে আসতে হবে কেন? তারা অবিলম্বে সুবেল ত্রিপুরা সজলকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।
*ঘটনাটি নিয়ে আগের রিপোর্টটি পড়ুন:
>> রামগড়ে সেনাবাহিনী-মুখোশ মিলে ৪ জনকে বাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।