আলুটিলায় নতুন সেনাক্যাম্প স্থাপনের চেষ্টা করলে এলাকাবাসীর তীব্র বাধা
খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার আলুটিলা এলাকার হৃদয় মেম্বার পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল শুক্রবার (২ জুন) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পাশে চিরঞ্জিত ত্রিপুরা নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি পাহাড় মাপজোখ করতে যায়। এসময় এলাকার নারীসমাজ সেনাবাহিনী ও পুলিশের উক্ত টিমকে জায়গা মাপজোখ করার কারণ জিজ্ঞেস করলে নতুন সেনাক্যাম্প স্থাপনের জন্য তারা মাপজোখ করছে বলে জানায়। এলাকার নারীসমাজ এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, তাই সেনাক্যাম্পের প্রয়োজন নেই বলে উক্ত টিমকে জানিয়ে দেয়।
এসময় নারীসমাজ উক্ত টিমকে বলে, আমাদের এখানে তো সন্ত্রাসী নেই, তাছাড়া সেনাক্যাম্প স্থাপন হলে এলাকার নারীসমাজ নিরাপত্তাহীনতায় ভোগে বলে তারা উক্ত টিমকে অভিযোগ করে। তারা বলে, আমরা এখন সুখে শান্তিতে আছি, সেনাক্যাম্প স্থাপন হলে আমরা সুখে থাকব না। এসময় সেনা ও পুলিশের উক্ত টিমটি জেলা পরিষদের নির্দেশে তারা জায়গা মাপজোখ করছে বলে জানায়। নারীসমাজ জেলা পরিষদকে জনগণের নির্বাচিত নয় ও জনবিরোধী হিসেবে আখ্যা দেয়।
নারীসমাজের তীব্র বিরোধিতায় উক্ত জায়গা মাপজোখকারী টিমটি দরকার হলে অন্যস্থানে ক্যাম্প স্থাপন করা হবে বলে জানায়। এলাকার নারীসমাজ এই কথার কোনো উত্তর দেয়নি।
পরে সেনা ও পুলিশের উক্ত টিমটি সেখান থেকে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যায় বলে জানা গেছে।
উক্ত টিমে সংশ্লিষ্ট উপজেলার থানা কর্মকর্তা ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
উল্লেখ্য উল্লেখিত পাহাড় জায়গাটিতে ‘সেনাবাহিনীর পরিত্যক্ত ক্যাম্প’ নামে একটি সাইনবোর্ড দীর্ঘদিন ধরে সেনাবাহিনী জায়গার মালিকের অনুমতির তোয়াক্কা না করে স্থাপন করেছিল।
তবে এদিকে জানা গেছে সকালে এই ঘটনার পরে বিকালের দিকে আলুটিলা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এক বৈঠক করে এলাকায় সেনাক্যাম্প স্থাপন না করার জন্য সর্বতোপ্রকারে প্রতিবাদ জানানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।