ইউপিডিএফ নেতা দেবদন্ত ত্রিপুরাকে গ্রেপ্তারের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সিএইচটি নিউজ ডটকম
নিজস্ব প্রতিনিধি, পানছড়ি : ইউপিডিএফ নেতা দেবদন্ত ত্রিপুরাকে গ্রেপ্তারের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ ও তার অংগ সংগঠন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার পুজগাঙ স্কুল গেইট থেকে শুরু হয়ে পুজগাঙ বাজারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি থানা শাখার সাধারণ সম্পদক রুপায়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলার ইউপিডিএফ সংগঠক রমেশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি থানা শাখার সহ-সভাপতি সুসময় চাকমা, পিসিপি পানছড়ি উপজেলা শাখার সভাপতি রুপম ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী আশা চাকমা এবং সমাজ সেবক ও সাবেক পিসিপি নেতা কালা চাঁদ চাকমা প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন- ইউপি সদস্য শিশু কুমার চাকমা, সুশোভন চাকমা, আলি চরণ কার্বারী, সাবেক ইউপিডিএফ নেতা আলোকময় চাকমা প্রমূখ।
বক্তারা ইউপিডিএফ নেতা দেবদন্ত ত্রিপুরার গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মূক্তি দাবি করেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণবিরোধী ১১ নির্দেশনা বাতিলের দাবি জানান।
——————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।