ইউপিডিএফ নেতা প্রয়াত শান্তিদেব চাকমা’র স্মরণে খাগড়াছড়িতে শোকসভা
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

সদ্য প্রয়াত ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমার স্মরণে খাগড়াছড়িতে শোকসভা করেছে ইউপিডিএফ, খাগড়াছড়ি ইউনিট।
আজ শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় অনুষ্ঠিত শোকসভায় ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক প্রকাশ চাকমা’র সভাপতিত্বে ও অম্লান চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র চবি শাখার সাবেক সভাপতি মিটন চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা প্রমুখ।

শোকসভার শুরুর আগে প্রয়াত শান্তিদেব চাকমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শোকসভা শুরুত শান্তিদেব চাকমার স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর তাঁর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়।

শান্তিদেব চাকমার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বক্তারা বলেন, শান্তিদেব চাকমা রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়নের প্রত্যন্ত তিবিরেছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকে তিনি অধিকার সচেতন ছিলেন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। এরশাদের সামরিক শাসনের সময়ে রাঙামাটিতে কলেজে অধ্যয়নকালীন তিনি সেনা নজরদারি এড়িয়ে ছাত্রদের উদ্বুদ্ধ করার কাজ করেছেন। ১৯৮৯ সালে লংগদু গণহত্যার পরবর্তী পাহাড়ি ছাত্র পরিষদ গঠিত হলে তিনি এ সংগঠনে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সংগঠনের কার্যক্রম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দালাল-প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
পরবর্তীতে ১৯৯৮ সালে ২৬ ডিসেম্বর নতুন পার্টি ইউপিডিএফ গঠিত হলে তিনি এতে যুক্ত হন এবং বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন। পাহাড়িদের ওপর শাসকগোষ্ঠির অন্যায় দমন-পীড়ন, ভূমি বেদখল, নারী নির্যাতনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ জনগণকে সংগঠিত করে পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন।
বক্তারা আরো বলেন, প্রয়াত শান্তিদেব চাকমা নিষ্ঠার সাথে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করে গেছেন। তিনি সবসময় নিপীড়িত-নির্যাতিত জনগণের মুক্তির চিন্তায় রত ছিলেন।
বক্তারা শোককে শক্তিতে পরিণত করে প্রয়াত শান্তিদেব চাকমার লালিত চেতনাকে ধারণ করে তাঁর অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে পালন করার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন