ইউপিডিএফ নেতা মিঠুন চাকমার খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে প্রগতিশীল ৪ সংগঠন
ঢাকা: জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, নয়াগণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান ও জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস এক বিবৃতিতে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমার খনিদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে চার সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মিঠুন চাকমাকে আজ বেলা সোয়া বারোটায় গুলি করে খুন করেছে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা। পাহাড়ি জাতিসমূহের অধিকার আদায়ের যে গণতান্ত্রিক আন্দোলন ইউপিডিএফ’র নেতৃত্বে পরিচালিত হচ্ছে তাকে নস্যাৎ করার জন্য রাষ্ট্রীয়ভাবে পরিচালিত এই রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হলো। এই ঘটনায় আবারো প্রমাণিত হলো পাহাড়ি জনগণের সংগ্রামকে মোকাবেলা করতে সরকার বেপরোয়া জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় ইউপিডিএফ এর নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে।
তারা আরো বলেন, গুম-খুন করে পাহাড়ি জনগণের আন্দোলনকে ধ্বংস করা যাবে না। নির্যাতনের মুখে পাহাড়ি জনগণের আন্দোলন আরা বেগবান হবে। জনগণ এই হত্যাসহ পাহাড়ি জনতার উপর পরিচালিত সকল অবিচারের জবাব দেবেন। জনগণের আদালতে মিঠুন চাকমাসহ সব পাহাড়িদের হত্যার বিচার করা হবেই।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে মিঠুন চাকমার খুনীদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।
