ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালীতে দেওয়াল লিখন

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি ।। ইউপিডিএফের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাউখালীতে শীত উপেক্ষা করে দেওয়াল লিখনের কাজ করেছেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর স্থানীয় কর্মীরা।
গতকাল শনিবার (২৫ ডিসেম্বর ২০২১) রাত ৯টার পর থেকে কনকনে শীত উপেক্ষা করে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ডিওয়াইএফ ও পিসিপি কর্মীরা কাউখালীর বেতবুনিয়া ও ডাবুয়া এলাকায় দেওয়াল লিখন সম্পন্ন করেন। যদিও তাদের দেওয়াল লিখনের তেমন কোন অভিজ্ঞতা ছিল না, তারপরও তারা দরদ দিয়ে এক কাজটি করেছেন।
এসব দেওয়াল লিখনের মধ্যে ’Long Live UPDF, আসুন জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি, No Full Autonomy No Rest, প্রতিষ্ঠার ২৩তম বার্ষিকীতে জানাই সংগ্রামী অভিবাদন’ ইত্যাদি শ্লোগান ছিল।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন