Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে শীতকালীন ধান কাটার কাজে সাধারণ জনগণকে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করার কর্মসূচী আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত খাগড়াছড়ি সদর, দিঘীনালা, পানছড়ি, মহালছড়ি এবং মাটিরাঙ্গা-গুইমারা ও নান্যাচর এলাকায় এ কর্মসূচী চলবে। ইউপিডিএফসহ তিন সংগঠনের কয়েক শ‘ কর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
“শুধু মিছিল মিটিঙে নয়, ফসল সংগ্রহের অভিযানেও আমরা হব আগুয়ান সৈনিক” এই শ্লোগানে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় আজ বৃহস্পতিবার সকাল ৮টায় সপ্তাহব্যাপী শীতকালীন ফসল কাটার কাজে সহযোগিতা প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি সদর উপজেলা ইউনিটের প্রধান সংগঠক প্রদীপ চাকমা। এ সময় ইউপিডিএফ নেতা অংসাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা, হিল উইমেন ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাদ্রী চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আপ্রুসি মারমা উপস্থিত ছিলেন।
প্রদীপ চাকমা বলেন, ইউপিডিএফ হলো জনগণের পার্টি। জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই পার্টি নিরলসভাবে সংগ্রাম করছে। তাই রাজনৈতিক কর্মসূচীর পাশাপাশি ইউপিডিএফ উৎপাদনের কাজে জনগণকে নানাভাবে সহযোগিতা দিয়ে থাকে।
তিনি বলেন সরকার পার্বত্য চট্টগ্রামের কৃষকদের সমস্যার প্রতি উদাসীন। সারা বছর পরিশ্রম করেও অনেক কৃষক বছরের খোরাক যোগার করতে পারেন না। অনেকের জমি সেটলাররা বেদখল করেছে। নানা কারণে জুম চাষেও আর ভালো ফসল হয় না। এই জুমচাষীদের ভাগ্যেন্নয়নে সরকারের কোন পরিকল্পনা ও কর্মসূচী নেই।
ইউপিডিএফ নেতা কৃষকদেরকে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানান।
এদিকে দিঘীনালায় উপজেলার নারিকেল বাগান এলাকায় সকাল পৌনে ৯টায় “রাজপথ থেকে তে-খামারে সর্বত্র কৃষক-ছাত্র-যুব সমাজ এক হোন, পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ুন” এই শ্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী শীতকালীন ফসল উত্তোলনে সহযোগিতা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা শান্তিদেব চাকমা। এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমাসহ গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তিদেব চাকমা বলেন, শীতকালে সেচ সুবিধার অভাবে দীঘিনালার বাবুছড়া, বড়াদাম ও কবাখালিসহ বিভিন্ন এলাকায় শত শত একর জমি অনবাদী পড়ে থাকে। অথচ মাত্র কয়েক ল টাকার সেচ প্রকল্প গ্রহণ করে এইসব জমিতে শীতকালে ধান ও বিভিন্ন ধরনের সবজির চাষ করা যেতে পারে।
এছাড়া পানছড়ি উপজেলার মির্জাটিলায় সকাল ৮টায় এ কর্মসূচি শুরু হয়। ইউপিডিএফ-এর পানছড়ি উপজেলা সংগঠক অনল চাকমা এ কর্মসূচি উদ্বোধন করেন। ইউপিডিএফ ও গণতান্ত্রিক যুব ফোরামের স্থানীয় নেতা-কর্মীরা এতে অংশগ্রহণ করেন।