ইউপিডিএফের প্রাক্তন কর্মী রেদাসে মারমাকে হত্যার প্রতিবাদে রামগড়ে রামগড়ে তিন সংগঠনের বিক্ষোভ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২ জুন ২০২৪
সেনাবাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে বাহিনী কর্তৃক ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছাইল্যাচর গ্রামে ইউপিডিএফ এর প্রাক্তন কর্মী রেদাসে মার্মা ওরফে আনুমংকে গুলি করে হত্যা এবং তার মা হ্লামাপ্রু মার্মাকে আহত করার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিন সংগঠন।
আজ রবিবার (২ জুন ২০২৪) বেলা আড়াইটার সময় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রামগড় উপজেলা শাখাসমূহের যৌথ উদ্যোগে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর তারা প্রতিবাদ সমাবেশ করেন।

মিছিল পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় উপজেলা শাখা সভাপতি লিটন চাকমার সভাপতিত্বে ও রামগড় উপজেলা শাখা গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক নয়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফের রামগড় উপজেলা ইউনিটের সংগঠক নিঠুন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রামগড় উপজেলা সভাপতি গুলো মনি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার সহসভাপতি রাজু ত্রিপুরা।
বক্তারা রেদাসে মারমাকে হত্যার নিন্দা জানিয়ে বলেন, গতকাল (১ জুন) রাতে সেনাবাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছাইল্যাচর গ্রামে গিয়ে ইউপিডিএফের প্রাক্তন কর্মী রেদাসে মারমাকে গুলি করে হত্যা করেছে। শুধু তাই নয়, সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি চালিয়ে রেদাসে মারমার বৃদ্ধ মা’কেও গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের লালন পালন করে মানুষ হত্যায় মেতে উঠেছে। এই সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ জুম্ম দিয়ে জুম্ম হত্যার নীলনক্সা বাস্তবায়ন করছে। এর বিরুদ্ধে এলাকার জনগণকে রুখে দাঁড়াতে হবে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার নামে যে সেনাবাহিনী নিয়োজিত রয়েছে তারাই আজ জনগণকে চরম নিরাপত্তাহীন করে রেখেছে। গতকাল সেনাবাহিনীর পালিত ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক রেদাসে মারমাকে হত্যা ও তার মাকে গুলি করে জখম করার ঘটনা তাই প্রমাণ দেয়।
সমাবেশ থেকে বক্তারা রেদাসে মারমার হত্যাকারী ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সন্ত্রাসীদের সেনা মদদদান বন্ধ করা এবং পাহাড় থেকে সেনা শাসন তুলে নেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।