ইউপিডিএফের সাধারণ সম্পাদকের নাম দিয়ে চাঁদাবাজি সম্পর্কে সতর্ক থাকুন: ইউপিডিএফ

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৩ আগস্ট ২০২৫

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা ও সংগঠক “অর্কিড” পরিচয় দিয়ে কিছু অসাধু ব্যক্তি রাঙ্গামাটি শহরের ব্যবসায়ী ও চাকুরীজীবীসহ অনেকের কাছ থেকে চাঁদা দাবি করছে, যা ইউপিডিএফের গোচরীভূত হয়েছে বলে জানিয়েছে দলটি।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা আজ ২৩ আগস্ট ২০২৫ শনিবার এক বিবৃতিতে বলেন, “গত কয়েকদিন ধরে কতিপয় অজ্ঞাত ব্যক্তি নিজেদেরকে ইউপিডিএফের সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা পরিচয় দিয়ে মোবাইল নম্বর ০১৮৬৩৯১০২১, ০১৮৪৬৮৯৪৫০৮  ও ০১৫৭৫৬৪৬১৩৩ থেকে পাহাড়ি-বাঙালি ব্যবসায়ী ও চাকুরীজীবীসহ বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দাবি করছে।

“একইভাবে ০১৮৫৮০৩৯৬১৩ ও ০১৮৮৮২৩২৫৯১ নম্বর থেকেও “ইউপিডিএফের নেতা অর্কিড” পরিচয় দিয়ে এবং ০১৮৬৭৫৭০৩২৩ নম্বর থেকে ইউপিডিএফের বিভিন্ন নেতার নাম দিয়ে চাঁদা দাবি করা হচ্ছে।”

ইউপিডিএফের সাধারণ সম্পাদক রবি শংকর চাকমার নাম দিয়ে চাঁদা দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে মন্তব্য করে অংগ্য মারমা বলেন, “পার্টিতে তিনি আর্থিক বিষয়াদির সাথে সরাসরি সংশ্লিষ্ট নন। অপরদিকে ইউপিডিএফের সদস্য তালিকায় “অর্কিড” নামে কেউ নেই।”

রবি শংকর চাকমা তথা পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন করতে এভাবে লোকজনের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে বলে ইউপিডিএফ নেতা মনে করেন এবং তার বা অন্য কোন ইউপিডিএফ নেতার পরিচয় দিয়ে কেউ চাঁদা দাবি করলে তা প্রত্যাখ্যান করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

তিনি অবৈধ চাঁদা দাবিকারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের শরাণাপন্ন হতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More