উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ফলে বিপুল প্রাণহানির ঘটনায় ইউপিডিএফ-এর শোক ও সমবেদনা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরার মতো একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান শিক্ষা প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়ে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হবে, তা মেনে নেয়া যায় না বলে ইউপিডিএফ-এর পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। ঘটনায় গভীর শোক, নিহত ও আহত পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের প্রতি ইউপিডিএফ সমবেদনা জানিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃক দেওয়া ‘বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার সাথে সাথেই সেখানে আগুন ধরে যায়’–এ বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে ইউপিডিএফ-এর মুখপাত্র মাইকেল চাকমা মন্তব্য করেছেন। ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করে তা দেশবাসীকে জানানোর দাবিও করেছে ইউপিডিএফ। আহতদের সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের যথাযথ সাহায্য দেওয়ার জন্যও ইউপিডিএফ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ইউপিডিএফভুক্ত সংগঠনসমূহ নিহতদের প্রতি শোক ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচী পালন করবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৫) রাতে সংবাদ মাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করা হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।