কক্সবাজারের রামুতে বৌদ্ধ অধ্যুষিত এলাকায় হামলার নিন্দা জানিয়েছে ইউপিডিএফ
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সভাপতি প্রসিত খীসা আজ ৩০ সেপ্টেম্বর ২০১২ রবিবার এক বিবৃতিতে গতকাল রাতে কক্সবাজার জেলার রামু উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বী বড়ুয়া অধ্যুষিত এলাকায় হামলা, লুটতরাজ, বাড়িঘর, দোকান ও বিহারে অগ্নিসংযোগ এবং বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা রাঙামাটিতে উগ্র জাতীয়তাবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর সহিংস হামলার সপ্তাহ না পেরুতে গত রাতে রামুতে সংঘটিত সহিংস ঘটনায় দেশে সংখ্যালঘু জাতি-সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করেন এবং আক্রান্তদের পাশে দাঁড়াতে দেশের গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউপিডিএফ নেতা বলেন, জনৈক বড়ুয়া কোরান শরীফ অবমানমূলক ছবি তার ফেইসবুক একাউন্টে পোস্ট করেছে এই মিথ্যা অজুহাতে একদল উগ্রধর্মান্ধ ওই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।
হামলা রোধে স্থানীয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি আরো বলেন, ‘হামলার শিকার কয়েক জনের ভাষ্য মতে, পুলিশ যথাসময়ে বাধা দিলে এবং ১৪৪ ধারা জারি করলে এ হামলা রোধ করা যেতো।’
তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার-শাস্তি, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিধ্বস্ত বিহার ও বুদ্ধমূর্তি পুনঃনির্মাণের দাবি জানান। এছাড়া কে বা কারা উত্তম বড়ুয়া নামের এক যুবকের ফেইসবুক একাউন্টে ষড়যন্ত্রমুলকভাবে কোরান অবমাননামূলক ছবি ট্যাগ করে দিয়েছে তাও তদন্তপূর্বক দোষীকে চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন।