কলেজ ছাত্রী ইতি চাকমা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দীঘিনালায় তাৎক্ষনিকভাবে বিক্ষোভ মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ) দীঘিনালা থানা শাখা।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০১৭) সকাল ১১টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি দীঘিনালা সদরের বাবু পাড়া থেকে শুরু হয়ে দীঘিনালা বাজারের গাড়ি স্টেশন প্রদক্ষিণ করে আবার বাবু পাড়ায় এসে শেষ হয়।
মিছিলে হাতের লেখা পোষ্টার ও স্লোগানে ইতি চাকমার হত্যাকারীদের গ্রেফতার-বিচারসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি:
হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা ও সাধারণ সম্পাদক চৈতালি চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে কলেজ ছাত্রী ইতি চাকমাকে গলাকেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কলেজ ছাত্রী ইতি চাকমাকে হত্যার ঘটনা পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত নারী ধর্ষণ, হত্যা, নির্যাতনেরই ধারাবাহিক অংশ । অতীতে সংঘটিত কল্পনা চাকমা অপহরণসহ ধর্ষণ, হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা এ ধরনের নৃশংস ঘটনা সংঘটিত করতে অতি উৎসাহী হয়ে উঠেছে। ফলে এ ধরনের ঘটনা বাড়ছে বৈ কমছে না।
বিবৃতিতে তারা অবিলম্বে ইতি চাকমাকে হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকার আরামবাগ নামক স্থানে একটি ভাড়া বাসায় ঢুকে খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে দৃর্বৃত্তরা গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ এখনো হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।