কাউখালীতে এক মারমা তরুণীকে গণধর্ষণের অভিযোগ, দুই নারী সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলায় সেটলার বাঙালি কর্তৃক এক মারমা তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, রাঙামাটি জেলা শাখা।
আজ শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপনা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিনিসা চাকমা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় ঘটনা উল্লেখ করে বলেন, গত ১৫ এপ্রিল মধ্যরাত ১২টার সময় কাউখালী বাজার এলাকায় একদল সেটলার বাঙালি কর্তৃক এক মারমা তরুণী (২০) গণধর্ষণের শিকার হয় বলে বিলম্বে পাওয়া খবরে জানা গেছে। ঘটনার পরদিন সকালে লোকজন ঘটনাটি জানতে পারার আগেই ধর্ষকরা সেখান থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী তরুণী বর্তমানে রাঙামাটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কাউখালী থানায় জিডি করা হয়। কিন্তু ঘটনার ২দিন পার হলেও অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, মো. ফাহিম নামে একজনের নেতৃত্বে উক্ত ধর্ষণের ঘটনাটি সংঘটিত হয়েছে।
বিবৃতিতে নেত্রীদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে সেটলার বাঙালিরা। তাদের দ্বারা প্রতিনিয়ত পাহাড়ি নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছে।
নেত্রীদ্বয় অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে আজ পর্যন্ত যতগুলো ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটেছে তার কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি, বরং ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে। যার কারণে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়েই চলেছে।
বিবৃতিতে নেত্রীদ্বয় কাউখালীতে গণধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।